নমস্কার, গৌড়ীয় সেনা বলছি। মা দুর্গাকে নিয়ে যে সমস্ত অপবাদ বামপন্থী প্রোপাগান্ডাবাদীরা ছড়িয়েছে, তার আজ আমরা জবাব দেব। ওদের মতে, মা দুর্গা একজন "বেশ্যা," যিনি মহিষাসুরকে ছল করে হত্যা করেন। চাইলে এই প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। অথচ দেখুন, এত বড় একটা পত্রিকা বাংলায় মা দুর্গার নামে এইসব লিখে প্রকাশ করলো, আর বাঙালি জাতীয়তাবাদীরা চুপ। ওহ, আমি ভুলে গেছিলাম, ওরা তো পেরিয়ারকে অনুসরণ করে। তাই ওদেরও মা দুর্গা সম্পর্কে একই মতামত। শুধু বাঙালিরা এখনও মা দুর্গাকে শ্রদ্ধা করেন বলে ভয়ে প্রকাশ্যে বলতে পারেনি। নাহলে শ্রী রামের প্রতি ওদের ঘৃণা তো সবাই জানে। সে যাই হোক, আসুন আসল কথায়। দেখুন, সাঁওতাল সমাজে এরকম লোককথা ছিল কি না, বা এটি পরে তৈরি করা হয়েছে—সে বিষয়ে আমরা পরে আলোচনা করবো। তবে, যে সাঁওতালদের বামপন্থীরা "অনার্য" বলে থাকে, সেই অনার্য আদিবাসী জনগোষ্ঠীর রাজা আর্য কীভাবে হতে পারেন? হ্যাঁ, মহিষাসুরের বংশপরিচয় তাঁকে আর্য বলছে। প্রথমত, মহিষাসুরের বংশ পরম্পরা দেবী ভাগবতম, ...
Glory to Aryavarta ࿗